কুয়াকাটায় ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা স্মৃতির বিরুদ্ধে পরিচ্ছন্নতার নামে চাঁদাবাজির অভিযোগ ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কুয়াকাটায় পরিচ্ছন্নতার নামে স্থানীয়
খাবার হোটেল থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে বেসরকারি উন্নয়ন সংস্থা
ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা
স্মৃতির বিরুদ্ধে। সেচ্ছাসেবী সংগঠন ব্লু গার্ডের মাধ্যমে কুয়াকাটা বীচ
পরিস্কার-পরিচ্ছন্নতার নামে কুয়াকাটার শতাধিক হোটেল থেকে কয়েক লাখ টাকা
হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে হোটেল মালিকরা কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার
হোসেনের কাছে অভিযোগ করেছে।
কুয়াকাটা ইলিশ পার্কের সত্ত্বাধিকারী ও টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার
গনমাধ্যমকে বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের
ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা স্মৃতির বিরুদ্ধে হোটেল থেকে
টাকা তোলার ঘটনা শুনেছি। তবে তিনি নিজে টাকা নেয়নি। এ টাকা সেচ্ছাসেবী
সংগঠন ব্লু গার্ড সদস্যদের কুয়াকাটা বীচ পরিস্কারের জন্য দেয়া হয়েছে। এ
ব্যাপারে বুধবার দুপুরের দিকে পৌরসভায় এক সমঝোতা বৈঠক হয়েছে। সেখানে সে
ভুল স্বীকার করলে পৌর মেয়র ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য বলেন এবং
বিষয়টি মিটমাট করে দেয়।
কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, পৌরসভার ময়লা
আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করার দায়িত্ব পৌর কর্তপক্ষের। এ ব্যাপারে
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের ইকোফিস-২ প্রকল্পের
সহকারী গবেষক সাগরিকা স্মৃতি পরিস্কার পরিচ্ছন্নতার নামে কুয়াকাটার হোটেল
থেকে ২/৩ হাজার টাকা করে টাকা তুলেছে। এটা ঠিক করেনি। এ নিয়ে তাকে ডেকে
বিষয়টি জানতে চাইলে সে টাকা তোলার ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায়
গবেষক সাগরিকা স্মৃতি ভুল স্বীকার করে ক্ষমা চান।
এ ব্যাপারে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের ইকোফিস-২
প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি ঘটনার সত্যতা অস্বীকার করে এ
প্রতিনিধিকে বলেন, আমি কোন চাঁদা তুলিনি। তবে মেয়রের কার্যালয়ে বৈঠকের
কথা স্বীকার করেন।