শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ যুবককে ছুরিকাঘাত থানায় অভিযোগ

আহমেদ রুবেল শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ময়দানহাট্রা ইউনিয়নের উত্তর কৃষ্টপুর (বারুগাড়ী) গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ যুবককে ছুরিকাঘাত, থানায় অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা যায়, ৮ জুন সকাল সাড়ে ৮টায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে উত্তর কৃষ্টপুর (বারুগাড়ী) গ্রামের কালিতলা রাস্তায় অজিত চন্দ্র বর্মন ও তার ছেলে সুবেধ চন্দ্র এবং একই গ্রামের অটোলে ছেলে বাবু, সঞ্চয় তাদের পিতা একই স্থানে ধান শুকানোর জন্য যায়। এসময় উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডতা সৃষ্টি হয়। এর একপর্যায়ে অটোল ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে অজিতদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় অজিত ছেলে সুবেদ চন্দ্রের পেটে সঞ্চয় ছুরিকাঘাত করে। এসময় সূর্যকান্ত, অজিত চন্দ্র বর্মনদেরকে বেধরক মারপিট করে আঘাত করে। এব্যাপারে অজিত বলেন, প্রতিপক্ষরা আমাকে মারপিট করেছে ও তারা আমার ছেলে সুদেব কে ছুরিকাঘাত করেছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে প্রতিপক্ষ অটোল বলেন, ধান শুকানোকে কেন্দ্র করে এ মারপিটের ঘটনা
ঘটেছে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।