মেট্রো রেলের চার বগি ও দুই ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে প্রিসিয়ার্স কোরাল

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

আলী আজীম,মোংলা প্রতিনিধি:

মোংলা বন্দরে মেট্রোরেলের আরও
চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ “এমভি প্রিসিয়ার্স কোরাল ”।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে।

এর আগে গত ২৫ আগষ্ট জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি। জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও ২৪৪ টনের আরও ২০ টি প্যাকেজের সরঞ্জাম এসেছে।

খালাস শেষে বগী ও ইঞ্জিন দুটো নদী পথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেয়া হবে বলে জানিয়েছেন বিদেশী জাহাজটির স্থানীয় স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ার ক্ষেত্রে বন্দরের সক্ষমতার প্রমান করেছে। এর আগে রুপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রের বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে এসেছে।




error: Content is protected !!