হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চলবো মোরা একসাথে ভয় করব মানবতাকে এই শ্লোগানে জৈনসারে মানবতার সেবায় সিরাজদিখান নামে সংগঠনের যাত্রা শুরু ২০২১।
এক ঝাঁক তরুণ এর বন্ধন যেন মিলনমেলা তারা সমাজের যেকোনো মানবিক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মানুষের কল্যাণে বিপদে-আপদে অসহায় দুস্থ মানুষের মাঝে যে কোন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিগত দিনে করণা মহামারীর লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঈদ উৎসবে সেমাই চিনি দিয়েছেন ও জামাকাপড় উপহার হিসেবে বিতরণ করেছেন।
মানবতার সেবায় সিরাজদিখান সংগঠনের এখনো পরিপূর্ণ কমিটি না হওয়াতে এর সভাপতি ও সেক্রেটারি নাম এবং সংগঠনের কারো নাম প্রকাশ করা হলো না, এই সংগঠনের তরুণদের উৎসাহ উদ্দীপনা সাহস যুগিয়ে থাকেন সমাজের অনেক গুনীজনরা।
সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার পথে তাদের ক্যামেরায় বন্দি হলো এক ঝাঁক তরুণ এ সময় রাস্তার পাশে মানবতার সেবা সিরাজদিখান এ সংগঠনের এক ঝাঁক তরুণরা তাদের এলাকায় একটি প্রাইমারি স্কুলের রাস্তা খানাখন্দে ভরা ছিল যা হেঁটে যাওয়া এবং গাড়ি চলা খুবই মারাত্মক ঝুঁকি সেই খানাখন্দ রাস্তায় তারা নিজ হাতে গর্ত গূলো ভরে দিচ্ছেন নিঃসন্দেহে এটি একটি মানবিক কাজ, তরুণরা এভাবেই সমাজের যে কোনো দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসলে আমাদের দেশ আগামীর পথে এগিয়ে যাবে, যুব সমাজ মাদকের ছোবল থেকে বিরত থাকবে অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসবে,
মানবতার সেবায় সিরাজদিখান সংগঠন আগামীতে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আগামীর পথে সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দেশের কল্যাণে কাজ করবে।