মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ)
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়নের মির্জাপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় পঞ্চাশ গ্রামের মো. সালেক মিয়াকে আটক করা হয়। পরে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং আনুমানিক ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা বালু স্থানীয় ইউপি চেয়ারম্যান সবুজ তরফদারের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। ইউএনও সিদ্ধার্থ ভৌমিক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।