কুষ্টিয়ার ভেড়ামারা চন্ডিপুরে দুর্ঘটনার কবলে ট্রাক, হতাহত হয়নি কেউ।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুর থেকে ফুলকপি ভর্তি ট্রাক রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। প্রধান সড়কে গেলে একটু ঘুরে আসতে হবে- তাই সামান্য খরচ ও সময় বাঁচাতে ট্রাক ড্রাইভার মিরপুর থেকে জিকে ক্যানালের পাড়ের সরু রাস্তা দিয়ে রওনা দেন। কিন্তু বিধিবাম! এ রাস্তাটি যেমন সরু, তেমনি নানা খানাখন্দে ভরা। সংস্কার করা হয়নি অনেকদিন।ভেড়ামারার চন্ডিপুর এলাকায় আসতেই এক গর্তে পড়ে সোজা রাস্তার ধারের খাদে উল্টে যায় ফুলকপি ভর্তি ট্রাকটি।
কিন্তু উল্টানোর আগেই টের পেয়ে যান ট্রাক ড্রাইভার ও হেলপার। তাঁরা লাফ দিয়ে প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে পাঁচটার দিকে।
এবিষয়ে জানতে চাইলে এলাকাবাসী জানায়, এই রাস্তায় প্রায় সময় এধরনের দুর্ঘটনা ঘটে কারন রাস্তাটি সরু এবং খানাখন্দে ভরা।এখনো পর্যন্ত কোনো প্রানহানীর মতো ঘটনা না ঘটলেও অদুর ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার চিন্তায় আছেন এলাকাবাসী।