হাটহাজারীতে ১৩টি ইউপি নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১

(আসলাম পারভেজ, হাটহাজারী)
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গতকাল রবিবার ৩য় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলকায় বড় ধরণের কোন ঘটনা ঘটেনি। কোন কেন্দ্রে চেয়ারম্যানদের প্রার্থীদের মধ্যে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কয়েকটি কেন্দ্রে মেম্বার প্রার্থীদের মধ্যে সংর্ঘষের ঘটনার খবর পাওযা গেছে।
সরেজমিনে পরিদর্শন কালে ভোটার, প্রার্থী নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা যায়, সকালে উপজেলার আওতাধীন ১৩টি ইউনিয়নে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধীকার প্রয়োগ করতে দেখা যায়। ভোট শুরুর প্রাক্কালে ভোটারদের উপস্থিতি কম থাকলে বেলা বাড়ার সাখে সাথে ভোটাদের উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচনের উৎসব মুখর পরিবেশে দেখে স্থানীযদের মনে খুশির আমেজ লক্ষ্য করা যায়।
২ নং ধলই ইউপির ১ নং ওয়ার্ডে শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯.৩৬ মিনিটে ৬ শ ব্যালেট পেপার প্রতি বুথে সরবরাহ করেছেন বলে প্রিজান্ডিং অফিসার শামসুল আরেফিন জানান। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩ শ ৪৬ বলে তিনি উল্লেখ করেন।
৩ নং মির্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ১১ টা ২১ মিনিটে প্রায় ৬ শ মত ভোট গ্রহন করা হয়েছে বলে কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জানান।
৪ নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৮ নং কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২শ ২৯ ভোটারের মধ্যে বেলা ১ টা দিকে ৪শ ২ ভোট গ্রহন হয়েছে। এ ইউনিয়নে আ,লীগ দলীয় একক চেয়ারম্যান পদ প্রার্থী। তাছাড়া ৭,৮,৯ নং সংরক্ষিত মহিলা আসনে বিবি ফাতেমা শিল্পী একক প্রার্থী।

৫ নং নাঙ্গলমোড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২ টা ৫০ মিনিটে ৩ শতাধীক ভোট গ্রহন করা হয়েছে বলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জানান। এ ইউপিতে বর্তমান চেয়ারম্যান এবং ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী সিরাজুল হক বাবুল তাঁর ভোটারদের প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীরা তার ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিয়েচ্ছেন বলে উপস্থিত গণমাধ্যম কমর্ীদের নিকট অভিযোগ করেন। এ কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাডিং অফিসার সৈয়দ আনোয়ার ইকবাল কেন্দ্রে কোন রকমের সমস্যা হয়নি বলে তিনি জানান।

৬ নং ছিপাতলী ইউনিয়নের গাউছিয়া মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত পুলিশের উপ পরিদর্শক জসিম উদ্দিন জানান, নির্বাচনের পূর্বদিন দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কেন্দ্রের অদূরে বেশ কিছু ফটকার আওয়াজ শুনা গেছে বলে উল্লেখ করে হয়তো ভোটারদের মধ্যে আতংক ছড়াতে কোন প্রার্থী এ ঘটনা ঘটাতে পারে৷ নির্বাচন চলাকালে প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি ঘটনা ঘটে। এসময় ১৫ মিনিটের মত ভোট বন্ধ করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পূনরায় ভোট গ্রহন শুরু হয়।
সংর্ঘষে ১২ নং চিকনদন্ডী ইউপিতে হাত পাখা প্রতীকে চেয়ারম্যান পদ প্রার্থী মো. জাবেদ আহত হয়েছে। তাছাড়া ২ নং ধলই ইউপিতে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী এই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। ১০ নং দক্ষিণ মাদার্শা ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী নুরুল আমিন ও মোা. ইউছুপ উভয়ে কর্মী সমর্থকদের সংর্ঘষে আহত হয়েছে। অপর দিকে ১১ নং ফতেপুর ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ডে এক ভোটার সম্ভু চৌধুরী,মোটরসাইকেল ও অফিস ও বসত ঘরে হামলার খবর পাওযা গেছে।
উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ম্যাজিষ্ট্রেট,তিন প্লাটুন বিজিবি,পুলিশ,র‌্যাব ও আনসার বাহিনী মোতায়ন রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলায় ১৩ টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজার ৯ শ ৯৩ জন। পুরুষ ১ লক্ষ ৩১ হাজার ৯ শ ১৪ জন। মহিলা ১ লক্ষ ২৫ হাজার ৭৯ জন। ২ নং ধলই, ৩ নং মির্জাপুর, ৫ নং নাঙ্গলমোড়া, ৬ নং ছিপাতলী, ৯ নং গড়দুয়ারা, ১০ নং উত্তর মাদার্শা, ১১ নং ফতেপুর, ১২ নং চিকনদন্ডী, ১৩ নং দক্ষিণ মাদার্শা, ১৪ নং শিকারপুর, ১৫ নং বুড়িশ্চরে নির্বাচন অনুষ্টিত হচ্ছে। তাছাড়া ১ শ ২১ টি ভোটকেন্দ্রে ৬ শ ৩৩ টি বুথে ও ১২ নং চিকনদন্ডী ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন চলছে। ভোট গ্রহনে দায়িত্ব পালন করছেন ১ শ ২১ জন প্রিজাইডিং অফিসার, ৬ শ ৩৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১২ শ ৬৬ জন পোলিং অফিসার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আনোয়ার খালেদ বলেন, ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন।
অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল মোহাম্মদ শাহাদাত হোসেন জানান,নির্বাচনে কোন খানে অপ্রীতিকর ঘটনা ঘটলে বা আশংকা দেখা দিলে কঠোর হস্তে দমন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম বলেন, নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে ৫ জন নতুন সতন্ত্র প্রার্থী ও ৮ জন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নির্বাচীত হন ।তারা হলেন
গুমানমর্দ্দন ইউনিয়নের চেয়ারম্যান
মোঃ মুজিবুর রহমান, মেখল ইউনিয়নের মোঃ সালাউদ্দীন চৌধুরী। নির্বাচনী তফসিল ঘোষণার পর অন্যান্য ইউনিয়নের মত গুমানমর্দ্দন ও মেখল ইউনিয়নেও ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম কিনলেও পরবর্তীতে গুমানমর্দ্দনের মোঃ মুজিবুর রহমান জমা দিলেও অপর প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি। মেখলে সালাউদ্দীন চৌধুরী জমা করলেও অপর প্রার্থীর মনোনয়ন পত্রে অসম্পূর্ণ তথ্য থাকায় তার মনোনয়ন পত্র বাতিল হওয়ায় এবং কোন আপিল না করায় সালাউদ্দীন চৌধুরীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
একই সাথে ফতেপুর ইউনিয়নের সংরক্ষিত আসন ৩ এর নিলুফা ইয়াসমিন, নাঙ্গলমোড়া সংরক্ষিত ১ এর ফাতেমা বেগম, ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, ৩ এর মামুনুর রশিদ, গুমানমর্দ্দন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ নাইম উদ্দিন, সংরক্ষিত ২ এর আয়শা আমেনা, ৩ এর বিবি ফাতেমা শিল্পী, শিকারপুর সংরক্ষিত আসন ১ এর হোছনে আরা বেগম, সংরক্ষিত ৩ এর কহিনুর আক্তার, বুড়িশ্চর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোঃ সেলিম নেওয়াজ রাসেল, গড়দুয়ারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আনিসুল ইসলাম, দক্ষিণ মাদার্শা সংরক্ষিত ১ এর শামিমা আক্তার একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেন। চেয়ারম্যান তারা হলেন**** ধলই ইউ,পিতে হলেন সতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল মনসুর, মির্জাপুর ইউ পিতে আওয়ামীলীগ প্রার্থী আক্তার হোসেন খান সুমন (নৌকা), গুমান মর্দন ইউ পিতে আওয়ামীলীগের (নৌকা )মোহাম্মদ মজিবুর রহমান । নাঙ্গলমোড়া ইউ পিতে সতন্ত্র হারুনুর রশিদ (আনারশ) ছিপাতলী ইউ,পিতে সতন্ত্র নুরুল আহসান লাবু (আনারস) মেখল ইউ,পিতে আওয়ামিলীগের বিনা প্রতিদ্বন্দীতায় মোহাম্মদ সালাউদ্দীন চৌধুরী (নৌকা),গড়দুয়ারা ইউপিতে আওয়ামী লীগের (নৌকা )নিয়ে মোহাম্মদ সরোয়ার, মোর্শেদ তালুকদার উত্তর মাদার্শা আওয়ামী লীগের (নৌকা) নিয়ে মোহাম্মদ শাহেদ, দক্ষিণ মাদার্শা আওয়ামী লীগের (নৌকা) নিয়ে মোহাম্মদ সরোয়ার চৌধুরী,,শিকারপুরে ইউ,পিতে সতন্ত্র মোহাম্মদ আবদুল খালেক( আনারস), বুড়িশচর ইউ,পিতে সতন্ত্র হতে মোহাম্মদ জাহেদ হোসাইন ,(আনারস) চিকনদন্ডী ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত (নৌকা )প্রার্থী হাসানুজ্জামান বাচ্চু , ফতেপুর ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত জাইনাল আবেদিন (নৌকা ) । তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন ।




error: Content is protected !!