নীলফামারীতে ‘জঙ্গি আস্তানায় ‘ বোমা তৈরির সরঞ্জামসহ ৫ জঙ্গি আটক।

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

এ জি মুন্না,নীলফামারী।।
নীলফামারীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বিশেষ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার সহ জঙ্গি কার্যক্রমের সাথে সরাসরি জড়িত পাঁচ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন-ওহিদুল ইসলাম অহিদ (২৬), ওয়াহেদ আলী (৩০), আব্দুল্লাহ আল মামুন ওরফে সুজা(২৬), জাহিদুল ইসলাম (২৮), নুর আমিন (২৬)।

শনিবার (০৪ ডিসেম্বর) ভোর থেকে র‌্যাব-১৩ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া এলাকার সুলতান আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ঘটনাস্থলে এসে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন,

সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক পাঁচজনের তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়। সকালে ওই বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করেছে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট।

এ বিষয়ে রংপুর র্যাব কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র্যাব কর্তৃপক্ষ জানান।।




error: Content is protected !!