চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে এক যুবককে কারাদন্ড

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১

জামাল হোসেন লিটন,চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক যুবককে ১বছরের বিনাশ্রম
কারাদন্ড দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। জানা যায়, রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পঞ্চাশ, জাঙ্গাল, ফুলছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে পঞ্চাশ গ্রামের মৃত আঃ শহীদ লিলু মিয়ার পুত্র তৌফিক মিয়া (২৮)কে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহায়তা করেছে। সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন, তৌফিক মিয়াকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




error: Content is protected !!