নোয়াখালী সদরে লকডাউনে রোগীবাহী অ্যাম্বুলেন্স ভাংচুর করেছে স্বেচ্ছাসেবকরা।

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

মোঃ ইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী সদরে লকডাউন চলাকালীন তথাকথিত স্বেচ্ছাসেবকরা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ভাংচুর করে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাঞ্চন মেম্বারের পুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অতিউৎসাহী তরুণরা চালককেও মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতি। পরে জেলা প্রশাসক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা ফিরে যান।গতকাল মঙ্গলবার প্রথম দিন লকডাউন চলাকালীন সময় বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে। এ সময় তারা ব্যাংকের গাড়িও ভাঙচুর করে। পৌর বাজারে কয়েকটি মাছ ও মংসের দোকানে হামলা চালায়। এ নিয়ে ফেসবুকে ঝড় উঠলে আজ বুধবার স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর নির্দেশে তারা স্থান ত্যাগ করে বলে জানা যায়।জেলায় করোনা সংক্রামণ ঠেকাতে গতকাল মঙ্গলবার ভোট ৬টা থেকে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়। আজ বুধবার দ্বিতীয় দিনের মত লকডাউন চলছে। সকাল থেকে দুই উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যার সদস্যরা টহল দিচ্ছে। বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। লকডাউন অমান্য করায় বেশকিছু গাড়ি আটক করেছে পুলিশ।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে সেনবাগে উপজেলা আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরো ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু ৩১ জনের ও আক্রান্ত হয়েছে ১১০১ জন।




error: Content is protected !!