ওয়াল্ড ভিশনের ৫০বছর পূর্তিতে তাহিরপুরে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

আবু জাহান তালুকদার,সুনামগঞ্জ

ওয়ার্ড ভিশনের ৫০বছর পূর্তিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪হাজার ৬শত তালিকাভুক্ত শিশুকে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সোমবার (১৩ই ডিসেম্বর) সকালে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে ওয়ার্ড ভিশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হয়। এরপূর্বে ৫১বছরে পর্দাপন উপলক্ষে কেক কাটার পর আলোচনা সভা ও ওয়াল্ড ভিশনে ৫০বছর পূর্তিতে প্রামাাণ্য চিত্র তুলে ধরা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির সভাপতিত্বে ও ওয়াল্ড ভিশনে তাহিরপুর এপি ম্যানেজার বিভুধান বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওসি আব্দুল লতিফ তরফদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, ওয়াল্ড ভিশন সিপিও এন্থ্রনি রাগদি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ইয়াহিয়া তালুকদার, ইয়াহিয়া সাজ্জাদ প্রমুখ।

এ সময় সাংবাদিক, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ,বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।




error: Content is protected !!