শায়েস্তাগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিবছরে ন্যায় এবার ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা আয়োজন করে। উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপার ভাইজার জগদিশ দাশ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতার্ ডাঃ রমা পদ দে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আলী, নুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হাসান চৌধুরী, বীরমুক্তি যোদ্ধা হামিদুল হক চৌধুরী মাহতাব, কাজী গোলাম মতুর্জা, আঃ হামিদ মোল্লা, শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সিলেট বিভাগের প্রথম শহীদ বীরমুক্তি যোদ্ধা মফিল হোসেন এর পুত্র সফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ডিফেন্স ইনচার্জ মোঃ ইব্রাহিম, পৌর মুক্তিযোদ্ধার সন্তান কমিটি সহ-সভাপতি শহীদুল ইসলাম টিপু, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালাল আহাম্মেদ, শায়েস্তাগঞ্জ মেসার্স মা ফিলিং ষ্টেশনের প্রোঃ মোঃ কদর আলী, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমূখ। এদিকে আলোচনা সভার পূর্বে সকাল ৯টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্তিযোদ্ধা কার্যালয়ের প্রাঙ্গঁনে ১৯৭১ সালে পাকবাহিনীর হাতে ১১ জন নির্মম ভাবে হত্যা গণ কবরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও পৌরসভা মেয়র-কর্মকতার্- কর্মচারীরা পৃথক ভাবে তাদের প্রতি শ্রদ্ধা দিয়ে পুস্পস্তবক অর্পন ও বধ্য ভূমি উদ্ভোধন করেন। প্রধান অতিথি বক্তব্য বলেন, আমাদরে বুদ্ধজিীবীরা ছলিনে সূর্য সন্তান। ১৯৭১ সাল েবুদ্ধজিীবী হত্যাকান্ড েবাঙাল িজাতরি য েক্ষত িহয়ছে,ে য েমধোশূন্যতা তরৈী হয়ছে,ে তা আজও পূরণ হয়ন।ি তাঁদরে সম্পর্ক েবল েশষে করা যাব েনা। তাদরে ববিকে ছলি আমাদরে সম্পদ। যারা তাদরেক েহত্যা করছে ে, তাদরে বচিার না হলওে যারা এর সাথ েজড়তি তাদরে বষিয় েসজাগ থাকত েহব।ে তিনি আরও বলনে, নশ্চিতি পরাজয় জনে েপাকস্তিান িহানাদার বাহনিী বাঙাল িবশ্বিাসঘাতকদরে সহায়তায় বছে েবছে েজাতরি মধোবী সন্তানদরে হত্যা করছেলি। হত্যার তালকিায় ছলিনে শক্ষিক, চকিৎিসক, আইনজীবী, সংস্কৃতসিবেী, সাংবাদকি, প্রকৌশলীসহ বভিন্নি পশোর মানুষ। ঘাতকদরে উদ্দশ্যে ছলি এ জাতকি েমধোশূন্য কর েফলো। যাত েকর েদশে স্বাধীন হলওে এই দশে স্বাধীনতার পুরো সুফল ভোগ করত েনা পার।ে এই ক্ষত িকখন ও পূরণ হব েনা। তনি িবলনে, জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমান আমাদরেক েউপহার দয়িছেলিনে স্বাধীন বাংলাদশে। তনি িবাঙাল িজাতকি েনয়ি েস্বপ্ন দখেছেলিনে। আজ জাতরি পতিার সুযোগ্য কন্যা স েস্বপ্ন বাস্তবায়ন করছনে। মাননীয় প্রধানমন্ত্রী শখে হাসনিার নতেৃত্ব েবাংলাদশে দুর্বার গততি েএগয়ি েযাচ্ছ।ে কন্তিু দশেরে উন্নয়ন অগ্রগতরি চাকাক েপথরুদ্ধ কর েদতি েএকাত্তররে পরাজতি শক্ত িনানা অপতৎপরতা চালয়ি েযাচ্ছ।ে এদরে ব্যাপার েসতর্ক থাকত েহব।ে#