আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১

গত ১৪ ডিসেম্বর রোজ মঙ্গলবার ২০২১ ইং তারিখ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সনদ ছাড়াই নিয়মিত রোগী দেখছেন কথিত ডাঃ সায়মা আক্তার তালুকদার শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা আদৌ সত্য নয়। মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদীত। প্রকৃত পক্ষে আমি বৈধ মেডিকেল প্র‍্যাকটিশনার। আমার সাময়িক, চুড়ান্ত্র সনদপত্র ও বিএমডিসির এর রেজিস্ট্রেশন সনদপত্রের কপি আমার হবিগঞ্জের প্রধান বার্তা সম্পাদক তারেক হাবিবের বরাবর প্রেরণ করেছি। কিন্তু তারা আমার প্রকৃত সনদপত্র ও রেজিস্ট্রেশন উল্লেখ না করে ভূল তথ্যের মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। এতে আমি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি যথারীতি চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের অধিনে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ থেকে ২০১৯ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হই। আমার সনদপত্রের রোল নং-৪৪৮ ও বিশ্ববিদ্যালয়ের রেজিঃ নং-৯৯৭ এবং বিএমডিসি এর রেজিস্ট্রেশন সনদপত্র নং-১১২০৮৩, তারিখ ০৩-১০-২০২১ খ্রি হওয়ার বিষয় সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে উল্লেখ্য করা হলো। আমার স্বামী সিলেট সরকারি পুলিশ হাপসাতালের একজন নিয়োগপ্রাপ্ত এমবিবিএস ডাক্তার। তার গ্রামের বাড়ি আজমিরীগঞ্জ উপজেলা সদরে। আমরা উভয়ে সপ্তাহে একদিন শুক্রবার আজমিরীগঞ্জ উপজেলা সদরে গরীব ও দুঃস্থ রোগীদের ফ্রি/স্বল্প ফি তে চিকিৎসা দিয়ে আসছি। এছাড়া “আমার হবিগঞ্জ” পত্রিকার সংবাদে উল্লেখ করা হয়েছে আমার কোন গ্রহন যোগ্য সনদপত্র নেই এবং সনদে একাধিক বানান ভূল রয়েছে। আমার সনদপত্র বৈধ, সঠিক ও শুব্ধ। উক্ত পত্রিকায় আমার সম্পর্কে প্রকাশিত সংবাদ সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদীত। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরণের সংবাদ প্রকাশ করা হয়েছে। যাহা আইনি বিচারের দাবি রাখে। আমি উক্ত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ডাঃ সায়মা আক্তার তালুকদার
এমবিবিএস (কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ)
বিএমডিসি রেজিস্ট্রেশ সনদপত্র নং-১১২০৮৩ ইং, তাং-০৩১০-২১ খ্রি।




error: Content is protected !!