পিরোজপুরের কাউখালীতে ব্রীজ ও কালভার্ট এর মুখ ভরাটের অভিযোগ

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের কাউখালীতে ব্রীজ ও কালভার্টের মুখ ভরাট করে দিয়ে পানির প্রবাহ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাশুরী গ্রামের কাউখালী নৈকাঠী সড়কের ফকির হাটের সামনে কালভার্ট, বাশুরী ফকির বাড়ির রাস্তার মোস্তফার বাড়ির সামনের ব্রীজ এবং বাশুরী কাজী বাড়ির সামনে কালভার্টের সামনের অংশ ভরাট করে বাগান বাড়ি নির্মাণ করে পানি নিষ্কাশন বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এ সকল এলাকার শত শত একর জমিতে জোয়ার ভাটার পানি ওঠা-নামা না করতে পারায় জমিগুলো দিন দিন উর্বরতা হারিয়ে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি। কালভার্ট ও ব্রীজের সামনের অংশ ভরাট করে কেউ কেউ আবার পাকা ওয়াল করে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পানি চলাচলের কালভার্টের অংশ। সরোজমিনে দেখা গেছে ঐ সমস্ত এলাকায় স্থায়ী জলাবন্ধতার কারনে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগের মধ্যে পড়ে। স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছোট্ট জানান, তার এলাকায় এভাবে ব্রীজ, কালভার্টগুলোর মাথা বন্ধ করার ফলে কৃষকরা চরম বিপাকে পড়ছে। ফলে কৃষি ফসলের উপর বিরূপ প্রভাব পড়ছে। কৃষক মোস্তফা জানান, মৌসুমের শুরুতে যখন চাষাবাদের জন্য পানির প্রয়োজন তখন প্রতিবন্ধকার জন্য পানি স্বাভাবিকভাব পানি প্রবেশ করতে পারেনা। আবার যখন রবি শষ্য আবাদ করার পূর্বে পানি নিষ্কাশন করা প্রয়োজন তখনও স্বাভাবিকভাবে পানি নিষ্কাশন করতে না পারায় কৃষকরা দুই মৌসুমেই কৃষি ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়াও বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ার কারনে উচু জায়গার গাছ-পালাও পানিতে ডুবে রাস্তাঘাট ও গাছপালার ক্ষতি হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




error: Content is protected !!