সেনবাগে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রমের উদ্বোধন।

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে শিক্ষার্থীর জন্য ফাইজারের করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালর ৯টার সময় সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফল ইসলাম মজুমদার আনুষ্ঠানিকভাবে ওই টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচপিও) ডাক্তার মতিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ মোঃ রফিকুল ইসলাম, রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা (এম.ও.ডি.সি) ডাঃ নির্ণয় পাল, এম টি ই পি আই গিয়াস উদ্দিন প্রমুখ।এরআগে সেনবাগে ১২ থেকে ১৮ বছরের উর্ধে শিক্ষার্থীরা করোনার টিকা দেওয়ার জন্য পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য যেতে হতো। কারণ সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ফাইজারের টিকা সংরক্ষনের জন্য শীততাপ নিয়ন্ত্রিত কোন কক্ষ ছিলোনা।
এই বিষয়টি জানতে পেরে সেনবাগ পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু নাছের ভিপি দুলার সোমবার (৩জানুারি) হাসপাতাল পরিদর্শন করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচপিও) ডাক্তার মতিউর রহমানের সঙ্গে বৈঠক করে তাৎক্ষনিক তিনি টিকা সংরক্ষনের জন্য তার ব্যাক্তিগত পক্ষ থেকে দুইটি কক্ষে দুইটি শীততাপ নিয়ন্ত্রন যন্ত্র (এসি) স্থাপনের ঘোষনা দেন। মেয়রের ওই ঘোষনার ৪ঘন্টার মধ্যে হাসপাতালে এসি দুইটি স্থাপন করা হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীর টিকা প্রদান শুরু হয়। সেনবাগ হাসপাতালে করোনা নিতে পেরে দারুন খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।মঙ্গলবার তিনটি স্কুল ও মাদরাসার ২৪শ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়। পর্যয়ক্রমে সকল শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে।




error: Content is protected !!