হাটহাজারীতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত
(আসলাম পারভেজ,হাটহাজারী)
হাটহাজারীতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় ১৮ ফিল্ড এ্যাম্বুলেন্স প্রশিক্ষণ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে।
৫ ই জানুয়ারী(বুধবার) সকাল থেকে হাটহাজারী পৌরসভার আলীপুর আর্দশ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রধান করেন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল ( সি এমএইচ) এর মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোঃ সাইফুর রহমান এফসিপিএস এবং ১৮ ফিল্ড এ্যাম্বুলেন্স এর মেডিক্যাল অফিসার মেজর মোঃ মারুফ বিন নজরুল । এসময় মোট ২৩৮ জন গরীব, অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসার পাশাপশি সেবা নিতে আসা জনসাধারনের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষদও প্রদান করা হয়।
চিকিৎসা নিতে আসা আর্দশগ্রাম এলাকার মোঃ আব্দুর রহমান(৬০)ও মোঃ নাজিম (৩৫)সেনাবাহিনীর এই উদ্দ্যেগকে সাধুবাদ জানানোর পাশাপাশি আরো একাধিক স্বাস্থ্য ক্যাম্প পরিচালনার জন্য অনুরোধ জানান।
স্বাস্থ্য ক্যাম্প আয়োজনকারী ইউনিটের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার এমপিএইচ ভবিষ্যতে এধরণের আরো মেডিক্যাল ক্যাম্প পরিচালনার পরিকল্পনার কথা জানান।