করোনার ঘাত প্রতিঘাতের মধ্যেও ব্যবসায় এগিয়ে আছে কক্সবাজারের তারকা মানের হোটেলগুলো।

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-

করোনার বিভিন্ন ঘাতপ্রতিঘাতের পরেও ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং খুলনার তারকা মানের হোটেলগুলোর চেয়ে ব্যবসায়ে এগিয়ে আছে কক্সবাজারের বিভিন্ন তারকা মানের হোটেলগুলো। ২০২০-২১ অর্থবছরের ঢাকা ও চট্টগ্রাম ও সিলেট এবং খুলনার হোটেলগুলোর তুলনায় কক্সবাজারের তারকা মানের হোটেলগুলো অনেক ভালো ব্যবসা করেছে করোনার বিভিন্ন ঘাতপ্রতিঘাতের পরেও।শেয়ারবাজারের তালিকাভুক্ত বাংলাদেশের চারটি তারকা মানের হোটেলের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করেই এমন ইংগিত পাওয়া গেছে।

প্রতিবেদনে দেখা যাচ্ছে, কক্সবাজারের রয়্যাল টিউলিপ হোটেল করোনার ক্ষতি কাটিয়ে স্বাভাবিক সময়ের চেয়ে ভালো ব্যবসা করেছে করোনা আক্রান্ত বছরে। পাশাপাশি অন্যান্য তারকা মানের হোটেল গুলোও পিছিয়ে নেই। করোনার ক্ষতির প্রভাব কাটিয়ে ভালো ব্যবসার তালিকায় আরো এগিয়ে রয়েছে, তারকা মানের হোটেল সায়মন, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, লং বীচ, সী-গ্যাল, ওশান প্রাডাইস, ও কক্স টুডে।

এই দিকে ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারবাজারের তালিকাভুক্ত বাংলাদেশের চারটি তারকা মানের হোটেল হলো, রাজধানী ঢাকার সরকারি মালিকানাধীন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (হোটেল ইন্টারকন্টিনেন্টাল), ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট (ওয়েস্টিন হোটেল), চট্টগ্রামের পেনিনসুলা ও কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট (রয়্যাল টিউলিপ)। এর মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ওয়েস্টিন ও কক্সবাজারের রয়্যাল টিউলিপ পাঁচ তারকা মানের হোটেল। আর চট্টগ্রামের হোটেল পেনিনসুলা চার তারকা মানের।

সর্বশেষ ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে আরো বলা হয়, শেয়ারবাজারের তালিকাভুক্ত চারটি তারকা মানের হোটেলগুলোর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারের হোটেল দুটি করোনার ক্ষতি কাটিয়ে প্রায় স্বাভাবিক সময়ের মতো ব্যবসায় ফিরেছে। সেই তুলনায় ঢাকা এবং চট্টগ্রামের হোটেল তিনটি বেশ পিছিয়ে আছে। কারণ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকা এবং চট্টগ্রামের তারকা হোটেলগুলোর ব্যবসা মূলত বিদেশি অতিথি ও বড় বড় কর্পোরেট অনুষ্ঠান নির্ভর। অন্যদিকে কক্সবাজারের তারকা হোটেলের ব্যবসা দেশি-বিদেশি সব ধরনের অতিথি নির্ভর। সেজন্য তাদের ব্যবসাও ভালো হচ্ছে।

অন্য দিকে দেশি-বিদেশি সব ধরনের পর্যটক নির্ভর হওয়ায় করোনার মধ্যেও খুব ভালো ব্যবসা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত কক্সবাজারের রয়্যাল টিউলিপ হোটেল সহ অন্যান্য তারকা মানের হোটেল গুলোও। রয়্যাল টিউলিপ করোনার আগে ২০১৮-১৯ অর্থবছরে স্বাভাবিক সময়ে হোটেলটি ৫১ কোটি টাকার ব্যবসা করেছিল, যা করোনার মধ্যে ২০২০-২১ অর্থবছরে বেড়ে হয়েছে ৬৪ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ করোনাকালেও স্বাভাবিক সময়ের চেয়ে ২৫ শতাংশ বেশি ব্যবসা করেছে রয়্যাল টিউলিপ। অন্যান্য হোটেলগুলোর অবস্থাও প্রায় একই রকম।




error: Content is protected !!