চাটখিল-সোনাইমুড়ীতে ভারতের দেওয়া লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স উপহার প্রদান।
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও ভারতীয় হাইকমিশনারের দ্বিপাক্ষিক আলোচনার ফলশ্রুতিতে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ভারতের পক্ষ থেকে চাটখিল-সোনাইমুড়ীবাসীর জন্য আজ একটি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স উপহার দেয়া হয়।সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত লাইফ সাপোর্ট এম্বুল্যান্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড সেক্রেটারি, এসিস্ট্যান্ট হাইকমিশন অব ইন্ডিয়া উদত ঝা।প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ইব্রাহিম বলেন,নোয়াখালী জেলায় ইতিপুর্বে উন্নত প্রযুক্তি সম্বলিত কোন লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স ছিলোনা।এটিই নোয়াখালীতে সর্বপ্রথম ও একমাত্র লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স।
সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, চাটখিল পৌরসভা মেয়র মো. নিজাম উদ্দিন ভিপি, চাটখিল উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. জাকির হোসেন জাহাঙ্গীর, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আ.ফ.ম বাবুল, সোনাইমুড়ী আওয়ামী লীগ সহসভাপতি মো. বাহার উদ্দীন, চাটখিল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাক আহম্মেদ, জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্ট সেক্রেটারি কৃষ্ণ দাস গুপ্ত, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ ও জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত আকবর পলাশ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।