সেনবাগ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের নব-গঠিত কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম প্রকাশ রুবেলকে (৩১) গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।রুবেল উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির আবদুল ব্যাপারী বাড়ির ওজি উল্যার ছেলে। সে নবগঠিত সেনবাগ উপজেলা ছাত্রদলের কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক ও ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।সেনবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সেনবাগ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা কমিটি বাতিলের দাবীতে উপজেলার বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল এবং বিএনপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। নব-গঠিত কমিটি নিয়ে বিবাদমান গ্রুপগুলোর মধ্যে সহিংসতার আশঙ্কা বিরাজ করায় ১৫১-র প্রতিরোধ মূলক ধারায় রুবেলকে গ্রেফতার করে পুলিশ।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ নোয়াখালী চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। একটি সূত্র জানায়, সেনবাগ উপজেলা ছাত্রদলের নব গঠিত কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলো ২৪ হামলা মামলার আসামি ফখরুল ইসলাম রুবেল। কিন্তু তাকে আহ্বায়ক না করে ১নং যুগ্ম আহ্বায়ক করে কমিটির ঘোষণা করার পর থেকে তার কর্মী সমর্থকরা কমিটির প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করায় পুলিশ সহিংসতা প্রতিরোধে তাকে গ্রেফতার করে।




error: Content is protected !!