রোহিঙ্গা ক্যাম্পে আগুনের খেলা যেন থামছেই না। আজ আবারও আগুন।

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা কাম্পে আবারো আগুন। আগুনে পুড়ে গেছে ২৯ বসতি। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১৭ জানুয়ারি) রাত ২টার দিকে উখিয়ার ইরানী পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঘণ্টাখানেকের মধ্যে ফায়ার সার্ভিস ও এপিবিএন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন)-এর অধিনায়ক নাইমুল হক জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেয়। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আমাদের সাথে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

এপিবিএন অধিনায়ক আরো জানান, ক্যাম্প-৫ এর আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২ তে আগুন লাগার ঘটনা ঘটে। উক্ত আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫ টি এবং ডি/২ এর ৪ টি বসতি সম্পূর্ণ পুড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

উল্লেখ্য যে, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে চার হাজারের বেশি মানুষ আশ্রয়হীন হয়ে যায়।

এর আগেও, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ জন রোহিঙ্গার। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।

স্থানীয়দের সন্দেহের তীর অন্যদিকে, তাদের দাবি এই আগুন লাগার পিছনে বেশকিছু এনজিওর হাত রয়েছে। অনেক গুলো এনজিওর ইতিমধ্যে বিভিন্ন প্রজেক্টের কন্টাক প্রায় শেষের দিকে। তারা আবার নতুন করে কন্টাক পেতে এমন ঘটনা ঘটাতে পারে।বেশিরভাগ এনজিও গুলো সেবার নাম দিয়ে বিভিন্ন প্রজেক্টের নামে তারা এটাকে টাকা কামানোর মেশিন হিসেবে নিয়েছে। এইসব এনজিও গুলো সেবার নাম দিয়ে তাদের প্রজেক্ট নামক ব্যবসার মেয়াদ দীর্ঘস্থায়ী করতেই কি বার বার এমন অগ্নিকান্ড কিনা সেই সব বিষয় প্রশাসনকে খতিয়ে দেখা উচিৎ বলে মনে করেন তারা।




error: Content is protected !!