রাজিবপুরে জমি নিয়ে বিরোধের কারনে বসতবাড়িতে আগুন।

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

মাহে আলম,(কুড়িগ্রাম)প্রতিনিধি।
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় গোয়ালঘরে আগুন দিয়ে একটি গর্ভবতী গাভী সহ তিনটি গরু পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাতে সদর ইউনিয়নের জাউনিয়ার চর জালচিড়া পাড়া গ্রামের কৃষক মজিবর রহমান এর বাড়িতে।আগুনে কৃষক মজিবর রহমানের প্রায় তিন লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।এ বিষয়ে মজিবুর রহমান বাদী হয়ে আজ (১০ জুন বৃহস্পতিবার) রাজিবপুর থানায় ৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

মজিবুর রহমান বলেন,তার সাথে একই গ্রামের শফি আলমের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে।তাই শত্রুতার জেরে তারাই তার বাড়িতে আগুন লাগিয়েছে।রাতে তাদের চিৎকারে শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলেও আগুন নিভাতে ব্যর্থ হন।আগুলে গোয়ালঘর রান্নাঘর সম্পুর্ণ পড়ে যায়।

মজিবর রহমান বাদি হয়ে শফিআলম(৫৫)গোলাম(৫০)শফি (৪০)রাসেল(২৩)নুরুল আমিন (২৭)ও মোতাহার আলী নাম উল্লেখ করে রাজিবপুর থানায় অভিযোগ দায়ের করেন।

তবে অনেকেই জানিয়েছেন, বিষয়টি সম্পুর্ন সাজানো।প্রতিপক্ষকে ফাসানোর জন্য নিজেরাই বাড়িতে আগুন লাগিয়েছে।
লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার তিনি বলেন বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




error: Content is protected !!