(আসলাম পারভেজ হাটহাজারী)
বহুল আলোচিত নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মহুরী” হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মহি উদ্দিন (৪৬) আটক করেছেন চট্টগ্রামের র্যাব ৭।
র্যব ৭ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০০১ সালে কোতয়ালী থানাধীন জামালখান রোডে নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী তার বাসায় সকালে সংবাদপত্র পড়ার সময় চট্টগ্রামের কুখ্যাত নাসির গ্যাং এর ক্যাডাররা তাকে গুলি করে হত্যা করে। এই সংক্রান্তে ১২ জনকে আসামী করে চট্টগ্রাম জেলার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং-৪২(১১)০১ ধারা ৩০২/১২০ (বি) পেনাল কোড। গত ৩ ফেব্রুয়ারী ২০০৩ সালে বিজ্ঞ আদালত দ্রুত বিচার ট্রাইবুনালে মোট ১২ জন আসামীর মধ্যে গ্রেফতাকৃৃত আসামী মহি উদ্দিনসহ ৪ জন আসামীর ফাঁসির আদেশ হয় এবং ৪ জন আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
মৃত্যুদন্ডে দন্ডিত আসামীরা সুপ্রীম কোর্টে আপিল করলে মহামান্য আদালত আসামীদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। অপর ৪ জন আসামী বিচার চলাকালীন সময়ে মৃত্যু বরণ করে। দন্ডিত ৮ জন আসামীর মধ্যে ৬ জন আসামী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। অন্য ২ জনের মধ্যে ১ জন আসামী ইউরোপে এবং অপর ১ জন আসামী দুবাই পলাতক ছিল। পলাতক আসামী মহি উদ্দিন মহিন উদ্দিন’কে বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদন্ড ও ৫০,০০০/- অর্থদন্ডে দন্ডিত করেন। রায় ঘোষনার সময় মহি উদ্দিন দুবাইয়ে পলাতক ছিল। গত ২৯ অক্টোবর ২০২১ সালে মহি উদ্দিন দুবাই হতে বাংলাদেশে এসে সু-কৌশলে বিভিন্ন স্থানে আত্ম গোপন করতে থাকে। ২২ শে জানুয়ারী র্যাব-৭, চট্টগ্রাম পলাতক আসামী মহি উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকায় তাকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হাটহাজারী উপজেলার মান্দাকিনি গ্রামের এলাহী বক্সের পুত্র।