সেনবাগে আসামি ছিনতাই, ১০ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির বাবুপুর-শ্রীপুর গ্রামের ছিলোনিয়া পাড়া এলাকা থেকে শনিবার বিকেলে দস্যুতার মামলার আসামি মনির হোসেনকে (৩৫) গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার স্বামী-স্ত্রী মহিন উদ্দিন ও হোসনে আরার নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী পুলিশে ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় যাবার ঘটনায় সেনবাগ থানার তিন পুলিশ ও দুই গ্রাম পুলিশ সহ ৫ জন আহত হয়েছে।আহতরা হচ্ছে সেনবাগ থানার এসআই আল আমিন, এএসআই শ্রীবাস, কনস্টেবল রুনি বড়ুয়া ও গ্রাম পুলিশ আবদুল মান্নান এবং সুজন পাল। তাদেরকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দস্যুতার মামলার আসামি ছিনতাইয়ের ঘটনার ১০ ঘন্টার পর টানা অভিযান চালিয়ে সেনবাগ থানার ওসি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ শনিবার গভীর রাতে পাশ্ববর্তী কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার চাঁদপুর এলাকা থেকে আসামি মনির হোসেনকে হ্যান্ডকাপসহ পুনরায় গ্রেফতার করে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকালে জানান, শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সেনবাগ থানার এসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের ৯নং ওয়ার্ডের (ছিলোনীয়া পাড়া) এলাকায় রুকু মিয়ার ছেলে তেজগাঁও থানার দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেনকে (৩৫) বাড়ি থেকে গ্রেফতার করে। হ্যান্ডকাপ পরিয়ে তাকে থানার আনার পথে স্থানীয় দুই ইউপি মেম্বার মহিন উদ্দিন ও তার স্ত্রী একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার হোসনে আরার নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী পুলিশের উপর অতর্কিতে লাঠি-সোঠা নিয়ে হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি মনিরকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশের তিন সদস্য ও দুই গ্রাম পুলিশ আহত হয়। ঘটনার পর টানা অভিযানের দীর্ঘ ১০ ঘণ্টার পর পার্শ্ববর্তী কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলার চাঁদপুর এলাকা থেকে আসামি মনির হোসেনকে হ্যান্ডকাপসহ পুনরায় গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় পুলিশের উপর হামলা ও আাসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সেনবাগ থানার মামলা নং-০৯ তাং-১৩/০২/২০২২ খ্রিঃ, ধারা- ১৪৩/১৮৬/২২৪/২২৫/২২৫(ক)/ ৩৩২/৩৫৩/৩৭৯/৫০৬/৩৪
গ্রেফতারকৃত আসামি মনির হোসেনকে রোববার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী।




error: Content is protected !!