নুরপুর ইউনিয়নের চেয়ারম্যানকে ষড়যন্ত্রভাবে বরখাস্ত করা হয়েছে অভিযোগ ইউনিয়নবাসীর
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চেয়ারম্যানকে ২৯৩ কেজি চালের বিতরণে অনিয়ম পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, গত ১২ ই মে স্থানীয় সরকারের উপসচিব সাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, খোজ নিয়ে জানা যায় সাবেক এই ইউনিয়নের ছাত্রলীগের এক সময়ের নিবেদিত কর্মী প্রতিষ্টাতা সাধারন সম্পাদক সহ দলের বিভিন্ন পদে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।অনুসন্ধান করে জানা যায় বিগত নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে তিনি নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করে জনকল্যান মুলুক কাজ করে যাচ্ছেন, কিন্তু জনপ্রিয় এই চেয়ারম্যানের বরখাস্তের খবরে এলাকায় দলমত নির্বিশেষে সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয় এ নুরপুর ইউনিয়ন এর সুরাবই গ্রামের এম এ মামুন আহমেদ এর সাথে কথা বলে জানা গেছে, যে চেয়ারম্যান নিজের জমি জমা বিক্রি করে আমাদের পাশে আছেন অথচ ওনার ২৯৩ কেজি চালের অনিয়মে অবশ্যই কোন না কোন ষড়যন্ত্র আছে যা আমাদের কষ্ট দিয়েছে। এ বিষয় সুরাবই গ্রামের সৈয়দ মারুফ আহমেদ বলেন, অত্র এলাকার মসজিদ মাদ্রাসা, স্কুল, ওয়াজ মাহফিল সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি চেয়ারম্যান হওয়ার আগেই অনেক অনুদান দিয়েছেন। মানুষের বিপদে আপদে তিনি সরকারী সাহায্য ছাড়াও ব্যক্তিগতভাবে নিজের জমি জমা বিক্রির টাকা দিয়ে সাহায্য করে যাচ্ছেন তিনি ষড়যন্ত্রের সীকার। পুরাসুন্দা গ্রামের শেখ এনামুল হক সোহাগ বলেন, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়ার অবদানের কারণে হাইকোর্ট এর রিট ভেংগে শায়েস্তাগঞ্জ উপজেলা হয়েছে। তার বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ এ মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবী জানান।
এ বিষয়ে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তার উপর অন্যায় করা হয়েছে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি পুরো বিষয়টা আইনীভাবে মোকাবেলা করবেন। সাময়িক এই সংকটে নুরপুর ইউনিয়নবাসীকে তার প্রতি আস্থা রাখার জন্য আহব্বান জানান।