দিনাজপুরে জমির মালিকানা বিরোধের সংঘর্ষে নিহত ১, আহত ৮ ও আটক ৫

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

দিনাজপু্র প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের চেহেলগাজী বাজার এলাকায় ১০শতাংশ জমির মালিকানা বিরোধে দুপক্ষের সংঘর্ষে সাফিয়ার রহমান আমিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তাঁর এক ছেলে দুই ভাতিজাসহ উভয়পক্ষের ৮জন আহত হয়েছে। এ ঘটনায় অপর পক্ষের ৫ জনকে আটক করেছে খানসামা থানা পুলিশ।

শুক্রবার ( ১২ জুন) উপজেলার খামারপাড়া ইউনিয়নের চেহেলগাজী বাজার এলাকায় ১০ শতাংশ জমির মালিকানা বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুরুত্বর সাফিয়ার রহমানকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তার ছেলে সাখাওয়াত হোসেন ও দুই ভাতিজা নাজমুল এবং মোস্তাকিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সংঘর্ষে আহত হয়েছে আরো ৫জন।

খানসামা থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় একই এলাকার ফজলুর রহমান (৬০), তার ছেলে আশরাফুল আলম (২৬), স্ত্রী রাহেনা খাতুন (৪৫), মেয়ে ফাহিমা জান্নাত (২৩) ও আফজাল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুন (৪৫) কে আটক করা হয়েছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় নিহত পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে। এর মধ্যে মুল অভিযুক্তসহ ৫ জনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




error: Content is protected !!