মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর কতৃক এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রদর্শণী অনুষ্ঠিত হয়।

১৬ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী উপজেলার মালখানগর হাই স্কুল ও কলেজ মাঠে এ প্রদর্শণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মালখানগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শবনম সুলতানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পলি রানী নাগ, জেলা আওয়ামীলীগের শ্রম-বিষয়ক সম্পাদক সামছুল হক, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে ৪০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেঁড়া, গারোল, কবুতর, ঘুঘু, হাঁস, মুরগী, খরগোশ ও পাখিসহ নানা প্রজাতির প্রাণির সমারোহ ঘটে।

এছাড়া নানা প্রজাতির ঘাঁস ও খামারিদের প্রযুক্তি ব্যবহার করে খামারের উন্নয়েন নানা ধরনের যন্ত্রপাতি প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরীতে খামারিদের পুরস্কার দেওয়া হয়।




error: Content is protected !!