নবীগঞ্জে জাইকার প্রকল্প বাস্তবায়নে সমিতি গঠনে অনিয়মের অভিযোগ।

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।
নবীগঞ্জ উপজেলায় জাইকা প্রকল্পের শেখরাই খাল পানি নিস্কাশন সমবায় সমিতি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জেলা ও উপজেলা সমবায় অফিসে এলাকাবাসীর পক্ষে
লিখিত অভিযোগ দিয়েছেন নদী পাড়ের বাসিন্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি, মোঃ ছালিক মিয়া। লিখিত অভিযোগ দেওয়ার পরও এখনো কোনো প্রতিকার মেলেনি।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নে ছোট একটি শেখরাই খাল নদীশাসন এলাকায় জাপানের প্রকল্প সংস্থা জাইকা কাজ করার জন্য স্থানীয় চেয়ারম্যান ও ইউপি বিএনপির সভাপতি, মো: ছালিক মিয়াকে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিয়ে একটি সমবায় সমিতি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান নদী পাড়ের কাউকে না জানিয়ে তার বাড়ীতে গুপনে তার আত্মীয়স্বজন পছন্দ মত জামাত শিবির বিএনপির সদস্য দিয়ে সমিতি গঠন করেন। সমিতিতে নিজে সভাপতি নাহয়ে, পরিষদ সদস্য খালেদ হাসান দুলনকে সভাপতি করে একটি কমিটি গঠন করে নবীগঞ্জ সমবায় অফিসে দাখিল করেন। উক্ত বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা দাঙ্গা-হাঙ্গামা বিরাজমান। নদীপাড়ের বাসিন্দা হোসেনপুর , মৌজপুর , শ্রীধরপুর , দূর্গাপুর, আহমদপুর, কুমারখাদা, স্বস্তিপুর মশিপপুর, পুরাদিয়া, কামারগাঁও, দৌলতপুর, নুরগাও, বনকাদিপুর গ্রামের লোকজন, হবিগঞ্জ জেলা সমবায় অফিস ও নবীগঞ্জ উপজেলা সমবায় অফিসে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ওই কমিটি দিয়ে জাইকার প্রকল্প বাস্তবায়ন করা হলে ব্যাপক অনিয়ম, দুর্নীতির আশঙ্কা রয়েছে। এ কমিটিতে জামায়াত- শিবির, বিএনপি সমর্থিত
ব্যক্তি সহ রাজাকার পুত্র কে ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। সমিতির বিষয়ে নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম বলেন, সমিতি অনিয়মের অভিযোগ জেলা সমবায় অফিসে দেওয়া হয়েছে এর অনুলিপি আমাদের অফিসেও দেওয়া হয়েছে।
তবে সমাধানের লক্ষে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।




error: Content is protected !!