রক্তস্নাত একুশ

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

এম. মুজিবুর রহমান

একুশ মানে অসাম্প্রদায়িকতার প্রতীক
মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম
একুশ মানে বাঙালী জাতির আত্ম মর্যাদায়
মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রাম৷

একুশ মানে রক্তস্নাত রাজপথে স্মৃতিবহ
রাষ্ট্র ভাষার তরে দ্রোহের আগুনে বলীয়ান
একুশ মানে মায়ের ভাষার প্রয়োজনে
আত্ম উৎস্বর্গকারী সেই বীর শহীদান৷

একুশ মানে রফিক সালাম বরকত সফিউর
জব্বারদের তাজা প্রাণের বিনিময়
একুশ মানে বায়ান্নর ভাষা আন্দোলনে
অ আ ক খ বর্ণমালার স্বাধীন হয়৷

একুশ মানে মাতৃভাষার ওপর আক্রমনের ফলে
দামাল ছেলেদের সমুচিত জবাবের দিন
একুশ মানে, রবে চিরকাল এই বাংলার হৃদয়ে
ভূলবোনা মোরা শোধ হবেনা শহীদদের ঋণ৷

উৎস্বর্গ সকল ভাষা শহীদদের প্রতি৷
কবিতাটি আপনার পত্রিকায় প্রকাশ হলে কৃতার্থ থাকবো৷




error: Content is protected !!