ভাসানচরে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে মো. ইয়াকুব (৩২) ও মো. তাহের (২৮) নামের দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।বুধবার (২ মার্চ) তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে মঙ্গলবার (১ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা হচ্ছেন— আশ্রয়ণের ৮ নম্বর ক্লাস্টারের মো. শামসুর ছেলে ইয়াকুব ও ২৫ নম্বর ক্লাস্টারের হামিদ হোসেনের ছেলে তাহের।
ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড গোয়েন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিভিল দল ভাসানচরের গাজী চেয়ারম্যানের দোকান এলাকার এক সবজি বাগানে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।




error: Content is protected !!