প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিয়েছেন – এমপি শাওন

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে নূরুন্নবী চৌধূরী মহাবিদ্যালয় নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার সময় বিদ্যালয়ের মাঠে নবীনদেরকে আনুষ্ঠানিকভাবে ফুল, বই ও কলম দিয়ে বরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ ও সাংস্কৃতিক
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওন এমপি। এসময় এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিয়েছেন। শিক্ষা ছাড়া কোনো জাতি বা দেশ উন্নতি লাভ করতে পারে না। একটা মানুষ সমাজে মাথা উঁচু করে দাড়াতে হলে অগাধ সম্পদের প্রয়োজন নেই। উচ্চ শিক্ষত সন্তান দরকার। নূরুন্নবী চৌধূরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাওঃ মহিব্বুল্লাহ মিয়ার সভাপতিত্বে বিদ্যালয়ের বাংলা প্রভাষক কবি রিপন শানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাশেম মুসলমান,সাংগঠনিক সম্পাদক হাবিব হাওলাদার, ম্যানেজিং কমিটির সদস্য সানাউল্লাহ মিয়া , বিদ্যালয়ের উপাধ্যক্ষ মলিন সহ শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ-র আগে বুধবার সকাল ১০ টায় লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্ভোধনী ক্লাস এর শুভ উদ্বোধন করেন ভোলা- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জরুল ইসলাম হাওলাদার, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ এর অধ্যক্ষ আব্বাস উদ্দিন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান লিপু প্রমুখ ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




error: Content is protected !!