ঝিনাইদহের মহেশপুরে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা ও সমাধান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ হলরুমে করোনা ভাইরাস কেভি ১৯ প্রতিরোধে স্থানীয় সমস্যা সমাধান বিষয়ক উপলক্ষে এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ই জুন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, শ্বাশতী শীল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর পৌর- মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মইজদ্দীন হামিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও কর্মকর্তা মোছাঃ আঞ্জুমান আরা বেগম, মহেশপুর থানা পুলিশের পক্ষ থেকে ওসি তদন্ত রাশেদুল ইসলাম, পান্তা পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।
এসময় মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি আবুল হোসেন লিটন, প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগাঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস আর সোহেল রানা সহ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি /সম্পাদক, মিশুক সমিতির সভাপতি / সম্পাদক উপস্থিত ছিলেন।
উক্ত বক্তারা সবাই বলেন করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের সকলকে সর্বদা সজাগ থাকতে হবে। এবং সরকারের বেধে আইন মেনে প্রয়োজনীয় যা যা করণীয় সেই দিক নির্দেশা মেনে চলতে হবে।