শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং অঞ্চলসহ উপজেলার সর্বত্র রাস্তায় নির্মাণ সামগ্রী , ঘটছে দুর্ঘটনা।

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২

সৈয়দ শাহান শাহ্ পীর.

জানাযায়, সুতাংসহ উপজেলার সর্বত্র রাস্তায় রাখা হয় বিভিন্ন নির্মাণ সামগ্রী। নির্মাণ কাজ যখন চলে তখন নির্মানাধীন স্থাপনার মালিক অথবা নির্মাতারা রাস্তার উপর যত্রতত্র রেখে দেন ইট, বালি, রড, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। শুধু মালামাল রেখেই শেষ না । রাস্তার উপর চলে ইটভাঙা, বালিঢালা, রডবাঁকানোসহ অন্যাআন্য কাজ। অনেক সময় রাস্তার উপর ছেড়ে দেয়া হয় পিচ্ছিল ময়লা পানি। তারা রাস্তার প্রায় অর্ধেক জায়গা দখল করে জিনিসপত্র রাখেন। ফলে, এরকম কান্ডজ্ঞানহীন কাজে ভোগান্তিতে পরতে হয় পথচারীদের। যানচলাচলে সমস্যা সৃষ্টি হয় খুব বেশি। ছোট – বড় দুর্ঘটনাতো প্রতিনিয়ত উপজেলার কোনো না কোনো জায়গায় ঘটছেই। তাই এব্যাপারে রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে সমস্যা সৃষ্টি যেন না করতে পারে নির্মাণকারীরা সেদিকে অনুমোদনকারী কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে গুরুত্বের সঙ্গে বিষয়টির প্রতি নজর দেয়া জরুরী।




error: Content is protected !!