নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্র্ষিকী উপলক্ষে পারিবারিক সাইলো বিতরণ
প্রতিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ করা হবেঃ-
খাদ্য মন্ত্রী
কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি
উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ করা হবে।খাদ্য সংরক্ষণের পাশাপাশি কৃষকের শষ্যবীজ সংরক্ষণেও
পারিবারিক সাইলো ভূমিকা রাখবে।নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান এর জন্ম শতবার্র্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।দেশের
বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র,অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষঠী এবং দূর্যোগ প্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদখাদ্য
সংরক্ষণের জন্য হাউজহোল্ড সরবরাহ’ শীষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে সাইলো বিতরণ
উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের
সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-6 আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব
মোঃ আনোয়ার হোসেন হেলাল,আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারি. আত্রাই উপজেলা
পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত
দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,উপজেলা ভাইস
চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহেদি মসনদ স্বরুপ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক
মোজাহের হাসান,আত্রাই ওসি এলএসডি(খাদ্য গুদাম সংরক্ষণ কারী অফিসার রিয়াজুল হক প্রমূখ। সাধন চন্দ্র
মজুমদার বলেন,ষোল কোটি মানুষের খাদ্য যোগান দিতে হচ্ছে। উৎপাদন করেই আমরা খাই।আমাদের আরো
উৎপাদন বাড়াতে হবে। দেশের এক ইঞ্চি জমিও যাতে চাষের বাইরে না থাকে তার জন্য প্রধানমন্ত্রী শেখ
হাসিনা জমিতে সেচ ও সারের জন্য প্রণোদনা দিচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়
জনগনের কল্যাণের কথা ভাবেন। একটি দলের নেতারা করোনার টিকা নিয়ে মিথ্যাচার করেছিল। তারা
অনেকেই লুকিয়ে টিকা নিয়েছেন। তিনি বলেন গত 26 ফেব্রুয়ারীতে দেশের সকল জেলায়,উপজেলা,ইউনিয়ন
ওয়াড পযায়ে এক যোগে ক্রাসকমসূচির আওতায় গণটিকা দেয়া হয়েছে। খাদ্যমন্ত্রী আরো বলেন, কৃষক ধানের
নায্যমূল্য পাচ্ছে,কৃষকের ভিত শক্ত হচ্ছে।করোনাকালে দেশে খাদ্য সংকট হয়নি,কেউ না খেয়ে মারা যায়নি
বলেও উল্লেখ করেন। তিনি।উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের জন্ম শতবাষির্কী উপলক্ষে
এ প্রকল্পের আওতায় দেশের আট বিভাগে 23 জেলায় 55 টি উপজেলায় ববমোট তিন লাখ পারিবারিক
সাইলো বিতরণ করা হভে।নওগাঁ জেলায় মোট আটাশ হাজার সাইলো বিতলণ করা হবে তার মধ্যে আজ
আত্রাই উপজেলায় একমসূচির আওতায় ছয় হাজার পিস পারিবারিক সাইলো বিতরণ করা হয়। দুযোগকালে
প্রতিটি পারিবারিক সাইলোতে চল্লিশ কেজি ধান অথবা ছাপান্ন কেজি চাল অথবা সত্তর লিটার পানি সংরক্ষণ
করা যাবে।