বঙ্গবন্ধু র ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা,ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
বাঙালী জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বীর বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে দিনটি উৎযাপন করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ আঙ্গিনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ এলাকা ও ১০ টি স্কুলে ১০২ টি গাছের চারা রোপণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদ এলাকায় ৩ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় বিভিন্ন দপ্তরের ৩০ টি স্টল নানা সাজে সজ্বিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, ওসি বোরহান উদ্দিন, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এড. আবু সাঈদ, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ প্রমুখ।