স্থানীয় সরকারকে বাদ দিয়ে দেশের উন্নয়নে কোন ভাবেই সম্ভব নয় – এমপি শাওন

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২

লালমোহন(ভোলা)প্রতিনিধি;

স্থানীয় সরকারকে বাদ দিয়ে দেশের উন্নয়নে কোন ভাবেই সম্ভব নয়। সরকারের সকল উন্নয়নের কাজ স্থানীয় সরকার বাস্তবায়ন করে । দেশের উন্নয়ন পরিকল্পনায় তৃণমূলের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জনঅঙশগ্রহণ মূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও তা প্রকাশ নি:সন্দেহে গণতান্ত্রিক ব‍্যবস্থায় স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকার কাঠামোর প্রাণ কেন্দ্র। পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন, ২০২৬ সালের মধ‍্যে উন্নয়নশীল দেশ হিসেবে অগ্রগতি, ২০৩০ সালের মধ‍্যে এসডিজি অর্জন, ২০৪১ সালের মধ‍্যে উন্নত দেশে পরিণত করার জন‍্য গৃহীত বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় পরিকল্পনা গণতান্ত্রিক সমাজ ব‍্যবস্থা বিনির্মাণে সহায়ক। লালমোহন উপজেলাধীন ৯নং লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদ কর্তৃক ও কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে ২৫ মার্চ রোজ শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে
জনঅংশগ্রহণের ভিত্তিতে স্থানীয় সরকারের (ইউনিয়ন পরিষদ) “পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যালোচনা প্রকাশ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস‍্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

উক্ত সভায় লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবুল কাশেম মিয়াসভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,
কোষ্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক , রেজাউল করিম চৌধুরী, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার,সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রিপন,পৌরসভা ও আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ,সহ লর্ডহাডিঞ্জ ইউনিয়নের নাগরিকবৃন্দ।
এছাড়া
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, লালমোহন, ভোলা কর্তৃক আয়োজিত লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০২১-২০২২ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, জেলে, মৎস্য আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন এমপি শাওন,
পড়ে সন্ধ্যায়
বাংলাদেশ আওয়ামী লীগ ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখা (পশ্চিম) ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন (পশ্চিম) শাখা এর নবগঠিত কমিটির “পরিচিতি সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।




error: Content is protected !!