নোয়াপাড়া বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২

রাকিব উদ্দিন লস্কর। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ৯ নং নোয়াপাড়া ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫১ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। আজ রবিবার ২৭ শে মার্চ বিকাল ৪ টা সময় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ আতাউল মোস্তফা সোহেল সাহেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও পল্লী উন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক ডক্টর মোঃ আশরাফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আশরাফ আলী, সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আব্দুর রকির, আবুতাহের,মোস্তাক আহমেদ, নজরুল ইসলাম, ইউপি সচিব মমতাজ মিয়া, মহিলা সদস্য শ্যামলি রানী দেব,বীর মুক্তিযোদ্ধা মন্টু রেলির মেয়ে শোভা রানী, শাহাবুদ্দিন, আরিছ উদ্দিন মেম্বার, দুলাল ঘোষ মেম্বার,প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের মাধ্যমেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, এই বীর সন্তানদের প্রতি আমরা চির ঋনি অনুষ্ঠানে সম্বর্ধিত ৪ জন বীর মুক্তিযোদ্ধা ও ১৭ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বাননা ক্রেস্ট প্রদান করা হয়।




error: Content is protected !!