কলাপাড়ায় জেলেদের অংশগ্রহণে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও হাডুডু খেলা অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহের
উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও জেলেদের অংশগ্রহণে হাডুডু
খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পিতবার শেষ বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক
বিদ্যালয় মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত
জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির। জাটকা সংরক্ষণ সংক্রান্ত উপজেলা
টাস্কফোর্স কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাটকা সংরক্ষণ সপ্তাহের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা
মোল্লা এমদাদুল্ল্যাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহি
কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার
হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনচার্জ মো:
আক্তার মোর্শদ, পায়রা বন্দর কোস্টগার্ড আইসি মমিনুল হক, লতাচাপলী ইউপি
চেয়ারম্যান মো: আনছার উদ্দিন মোল্লা, মহিপুর ইউপি চেয়ারম্যান মো: ফজলু
গাজী, মহিপুর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম,
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশ’র সহযোগী গবেষক
সাগরিকা স্মৃতি, সহকারি গবেষক বখতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি
ও উপকূলীয় জেলেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হাডুডু খেলায় বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




error: Content is protected !!