এতবড় প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এমপি শাওন
লালমোহন(ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মেঘনা উপকূলীয় অঞ্চল রক্ষা ও নদীর তীর লালমোহনের জন্য বৃহৎ একটি প্রকল্প একনেক অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়কে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ভোলা-৩ আসনের মেঘনা নদীর তীর সংরক্ষণে ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়।
বুধবার (৬এপ্রিল) সকাল ১০ ঘটিকায় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের উপকূলীয় এলাকায় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের
চেয়ারম্যানে আবুল কাশেম মিয়ার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ নূরুন্নবী চৌধূরী শাওনকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা ও আনন্দ র্যালি করেন।
স্থানীয় মানুষ এতবড় প্রকল্প অনুমোদনের জন্য একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং স্থানীয় সাংসদ নূরুন্নবী চৌধূরী শাওন কে ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র জানায়, লালমোহন ও তজুমদ্দিন উপজেলার উপকূলীয় বাঁধ পুর্নবাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পে (প্রথম পর্যায়) ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলার সীমানা থেকে দক্ষিণে তজুমদ্দিন ও লালমোহন উপজেলা হয়ে চরফ্যাশন উপজেলার সীমানা
বেতুয়া পর্যন্ত ৩৪ কি.মি বাঁধের উন্নয়ন হবে। প্রকল্পে বাঁধের উচ্চতা আরো ৫ ফুট বৃদ্ধি করে ১৮ ফুট কার্পেটিং সড়কের প্রস্তাব করা হয়েছে। সড়ক বাঁধের একপাশে ব্লক ও আরেক পাশে জিওব্যাগ দ্বারা নদীর তীর সংরক্ষণ ও অপর পাশে সবুজায়ন করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এ-র কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, সংরক্ষণ প্রকল্পটি এ-ই এলাকার মানুষের প্রাণের দাবি ছিলো আমারও নির্বাচনী অঙ্গীকার ছিলো এ-ই এলাকার মানুষের কাছে । লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মানুষকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় এযাবৎকালে জেলার সবচেয়ে বড় প্রকল্প অনুমোদন দেওয়ায় লালমোহন ও তজুমদ্দিন উপজেলা মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই এ দেশে উন্নয়ন হয়। তাই এ প্রকল্পের কারণে ভোলার মানুষ বারবার আওয়ামী লীগকে আগামীতে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন । ইতিপূর্বে নদীর তীর সংরক্ষণের জন্য লালমোহনে ২৩২ কোটি টাকার কাজ বাস্তবায়ন করা হয়।