নন্দীগ্রাম উপজেলার কৃষকদের কল্যাণে গড়ে উঠছে সামসুল হক অটো রাইস মিলস

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকদের
কল্যাণে গড়ে উঠছে সামসুল হক অটো রাইস মিলস লিমিটেড
(ইউনিট-৬)। এ উপজেলার কৃষকরা ধান উৎপাদনে অনেক পরদর্শি। তাই
বছরে ৩ বার ভালোভাবে ধানের চাষাবাদ করে থাকে। নন্দীগ্রাম উপজেলায়
উৎপাদিত ধানের ৭০ ভাগ ধান দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হয়ে
থাকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান ভিজে গেলে তা কেউ
বাজারমূল্যে ক্রয় করতে চায় না। এমন ধানও ক্রয় করবে সামসুল হক অটো
রাইস মিলস লিমিটেড কর্তৃপক্ষ। এতে এ উপজেলার কৃষকরা উপকৃত
হবে তাতে কোনো সন্দেহ নেই। অভিজাত গ্রæপের প্রোপাইটর
সামসুল হক নন্দীগ্রাম উপজেলার কৈডালা মৌজার মহাসড়কের পশ্চিম
পার্শ্বে প্রায় ৭ একর জমির উপর গড়ে তুলছেন সামসুল হক অটো রাইস
মিলস লিমিটেড। ক্রয়কৃত জমির ভূতাপেক্ষ অনুমতি প্রক্রিয়ায়
সামসুল হক অটো রাইস মিলস লিমিটেড নির্মাণ কাজ শুরু হয়।
সামসুল হক অটো রাইস মিলস লিমিটেডের ম্যানেজার মেজবাহুল হক
জানান, সামসুল হক অটো রাইস মিলসের গুণগতমানের চাল বিশ্বের
৪০টি দেশে রপ্তানি করা হয়। এখানেও গুণগতমানের চাল উৎপাদন করা হবে।
আমরা সবরকমের ধান ক্রয় করবো। এতে কৃষকরা বেশ লাভবান হবে। এছাড়াও
এই প্রতিষ্ঠানে ৩ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। এ কারণে
বেকারত্ব হ্রাস পাবে।




error: Content is protected !!