কলাপাড়ায় ২০টি ঘুঘু, ২টি টিয়া ও ১টি শালিক উদ্ধার করলো এনিমেল লাভার,অবমুক্ত করলো বনবিভাগ ॥

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২২

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় বন্দিদশা থেকে ২০ টি ঘুঘু, ২টি টিয়া ও ১টি শালিক পাখি উদ্ধার করেছে
এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্যরা। শনিবার দুপুর আড়াইটার দিকে
চাকামাইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রাম থেকে পাখি শিকারী রাহাতুল ও জাহিদুল
ইসলামের বাড়ি থেকে এসব পাখি উদ্ধার করা হয়। এসময় তাদেও কাছ থেকে পাখি
ধরার তিনটি ফাঁদ উদ্ধার করা হয়। এরপর কলাপাড়া বন বিভাগের কাছে হস্তান্তর
করলে বন কর্মকর্তা পাখিগুলো অবমুক্ত করেন।

্এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্য মো: নজরুল ইসলাম এ প্রতিনিধিকে
জানান, কিছুদিন আগে এক শিকারীর কাছ থেকে বানর উদ্ধার করে তা জঙ্গলে
অবমুক্ত করা হয়েছে, এভাবে দুস্কৃতিকারী ও শিকারীদের কাছ থেকে আমরা আরো
অনেক বন্যপ্রানী উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধি ও বনবিভাগের সহায়তায়
অবমুক্ত করা হয়েছে এবং বন্যপ্রানী শিকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান
কর্মসূচী অব্যাহত থাকবে।

কলাপাড়া বন কর্মকার্তা আবদুস সালাম গনমাধ্যমকে জানায়, খবর পেয়ে পাখিগুলো
উদ্ধার করে অবমুক্ত করি। ওই দুই পাখি শিকারীর কাছ থেকে আর কখনো পাখি
শিকার করবেনা – এই মর্মে মুচলেখা রেখে তাদেও ছেড়ে দেয়া হয়, তবে এনিমেল
লাভার অব কলাপাড়া শাখার সদস্যরা প্রশংসনীয় কাজ করেছে। আমরা তাদের
স্বাসুবাদ জানাই। আমরা সবাইকে পাখি শিকার বন্ধে সচেতন হওয়ার আহ্বান
জানাচ্ছি। পাখি শিকার ও পালা ৩৩/খ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ বলে তিনি জানান।




error: Content is protected !!