লালমোহন বদরপুর ইউনিয়নে জেলেদের পুনবাসনের চাল বিতরণকালে ইউপি সদস্য ওমরের উপর হামলা চাল লুটপাটের ঘটনা ঘটেছে
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলাধীন বদরপুর ইউনিয়নে জেলেদের পুনবাসনের চাল বিতরণকালে ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোঃ ওমর ফারুক তালুকদারের উপর হামলা
ও পুনবাসনের চাল লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১ টারদিকে বদরপুর ইউনিয়ন পরিষদে এঘটনা ঘটে।এ ঘটনায় ইউপি সদস্য ওমর ফারুক বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার সময় বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জেলেদের মাঝে চাল বিতরণ করে ছিলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ ফরিদুল হক তালুকদার ও ৬ নং ওয়ার্ড সদস্য ওমর তালুকদার। এ সময় মোঃ রুবেল, মোঃ হারুন, মোঃ মনির পিতা কাশেম গনি ৩নং ওয়ার্ড বদরপুর, মোঃ মুকুল মিয়া পিতা মোঃ বশির মৌলভী, মোঃ মোশারফ হোসেন পিতা মোঃ শফু মৌলভী, সহ ৭/৮ জনে লাঠি সোঠা, লোহার রড নিয়ে বে-আইনী জনতাবদ্ধ হয়ে ইউপি সদস্য ওমর তালুকদারের উপর হামলা করে। এ সময় তারা ইউপি সদস্য ওমর তালুকদারের পকেটে থাকা নগদ ৬৫ হাজার টাকা ও ৫০ কেজি ওজনের ১২/১৩ বস্তা চাল যার বাজার মূল্য ২৬ হাজার টাকা নিয়া গাড়িযোগে দ্রুত চলিয়া যায়। যাওয়ার সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাইয়া হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় ওমর ফারুক তালুকদার বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন।