আজমিরীগঞ্জ বাজারের ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের সহিত মতবিনিময় সভা

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ টানবাজারের ফুটপাত ক্ষুদ্র দোকানদারদের কবল থেকে দখলমুক্ত করতে আজ বুধবার বিকাল অনুমানিক ৩ টায পৌরসভা কার্যালয়ে বাজারের ব্যবসায়ীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় ক্ষুদ্র দোকানিদের মাছ বাজারের অদূরে মাল্টিপারপাস সেডে স্থানান্তরের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।
জানা যায়,
আজমিরীগঞ্জ টানবাজারের ফুটপাত দখল করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা চালিয়ে আসছে ক্ষুদ্র দোকানদাররা। ১২ ফুট প্রশস্ত রাস্তার উভয়দিকে ৩ ফুট করে ৬ ফুট পরিমাণ রাস্তা দখল করে পসরা বসিয়ে ব্যবসা করে আসছে ওই দোকানিরা। ওই রাস্তা দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা আসা যাওয়া করে থাকে। এ ছাড়া বাজারে আসা যুবতী ও নারীদের চরম ভূগান্তিতে পড়তে হচ্ছে। আবার ওই রাস্তা দিয়ে রিক্সা, টমটম, টেলাগাড়ি সহ নানা ধরণের যানবাহন চলাচল করে থাকে। ক্ষুদ্র দোকানিদের ফুটপাত দখল করে রাখার কারণে যানবাহনগুলো একটি অপরটিকে অতিক্রম করাকালীন সময় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এরই প্রেক্ষিতে বিগত তত্বাবধায়ক সরকারের শাসনামলে মাছবাজারের অদূরে অন্যান্য কাজের অংশ হিসেবে কোটি টাকা ব্যয়ে মাল্টিপারপাস সেড নির্মাণ করেন। এতে মিটসেড, ফিসসেড, সবজিসেড ও একটি ওমেন মার্কেট নির্মাণ করা হয়। একাধিকবার প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র দোকানিদের ওই সেডে স্থানান্তরিত করে, বাজারের ফুটপাত দখলমুক্ত করা হয়। পরবর্তীতে ক্ষুদ্র দোকানিরা ওই সেড ছেড়ে আবারও ফুটপাত দখল করে বসে ব্যবসা শুরু করে। এরই ধারাবাহিকতায়, বাজারের ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেয় উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি। এ প্রেক্ষিতে আজ বুধবার বিকাল অনুমানিক ৩ টায় বাজারের ব্যবসায়ীদের নিয়ে পৌরসভা কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি’র সভাপতিত্ব অনুষ্টিত সভায়, টানবাজারের উভয়পাশের ফুটপাত দখলমুক্ত করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।




error: Content is protected !!