কলাপাড়ায় কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীতে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত ॥
রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় “কৃষক
বাঁচাও দেশ বাঁচাও” – এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগের ৫০তম
প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীতে আনন্দ র্যা লী, আলোচনা সভা ও
দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় এ উপলক্ষে স্থানীয়
কুমারপট্টিস্থ আওয়ামীগ দলীয় কার্যালয়ের সামনে কৃষক লীগের দলীয় ও জাতীয়
পতাকা উত্তোলন। উপজেলা ও পৌর কৃষকলীগের উদ্যোগে একটি আনন্দ র্যা লী বের
করে। র্যা লিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয়
কার্যলয়ে আলোচনা সভায় মিলিত হন। এসময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক
তারেকুজ্জান তারা মিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে
বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়
সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যম ও আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মাহবুবুর
রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল
আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল
মোতালেব তালুকদার, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, পৌর মেয়র বিপুল চন্দ্র
হাওলাদার, জেলা কৃষক লীগের সদস্য ও কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি এস এম
মুতুল্লাহ সৌরভ শিকদার প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.
শহিদুল ইসলাম বিশ^াস, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী
লীগের দপ্তর সম্পাদক প্রভাষক ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক
সম্পাদক উন্মে তামিমা বিথিসহ বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক
দিদারুল ইসলাম দোলন ঢালী।
আলোচনা সভা শেষে দোয়া-মিলাদ পরিচালনা করেন, পৌর কৃষক লীগের ধর্মবিষয়ক
সম্পাদক হাফেজ মাওলানা মো: সোহাগ তালুকদার।