হাটহাজারীতে ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার আজ পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

আসলাম পারভেজ, চট্টগ্রাম থেকে*
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে আজ সোমাবার সকাল ১১টায় একযুগে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ শতক জমি ও জমির দলিল এবং গৃহ হস্তান্তর করবেন। এরই ধারাবাহিকতায় হাটহাজারী পৌরসভায় আদশ গ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত/নির্মাণাধীন ১৫টি ঘরের দলিল সংশ্লিষ্ট উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।
গতকাল রবিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে। বেলা ১২টার দিকে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান ও হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউএনও মো. শাহিদুল আলম জানান, সারাদেশে একযোগে অনুষ্ঠিত এ দলিল হস্তান্তর অনুষ্ঠানে বিটিভি লিংক এর মাধ্যমে সংযুক্ত থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে হাটহাজারী উপজেলাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির কাগজপত্রাদি বুঝিয়ে দেয়া হবে। উপজেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ-এম.পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাটহাজারী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এস এম রাশেদুল আলম ।




error: Content is protected !!