আলমগীর বাবুঃচাঁদপুর প্রতিনিধিঃচাঁদপুর জেলায় আজকে আরো ৫২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে মৃত রয়েছেন ৪ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৬৪ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
করোনায় শনাক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫ জন, হাইমচরে ৮ জন, হাজীগঞ্জে ৯ জন, শাহরাস্তিতে ১৫ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ৪ জন ও মতলব উত্তর উপজেলায় ৬ জন।চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ১৫ জুন শনিবার ৯১টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫২টি করোনা পজেটিভ। নতুন ৫২ জনসহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬৪ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৮জন।আজ ১৫ জুন মোট রিপোর্ট এসেছে ৯১ জনের। এরমধ্যে পজিটিভ ৫২টি। নতুন শনাক্তকৃতদের মধ্যে মৃত রয়েছেন ৪ জন। এর মধ্যে হাজীগঞ্জের ৩ জন ও মতলব উত্তর উপজেলায় ১জন রয়েছেন। হাজীগঞ্জের আ. মমিন (৫৮), আ. লতিফ (৭৫) ও আবুল বাসার (৬৫) ও মতলব উত্তরের জামান (১২)।চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৬৪ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৬২জন, ফরিদগঞ্জে ৫৪জন, হাজীগঞ্জে ৫৮জন, শাহরাস্তিতে ৬৩জন, মতলব দক্ষিণে ৪২জন, কচুয়ায় ২২জন, মতলব উত্তরে ২৫জন ও হাইমচরে ৩৯ জন।এছাড়া চাঁদপুর জেলায় মোট ৩৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০জন, মতলব উত্তরে ৩ জন, মতলব দক্ষিণে ১জন।হাজীগঞ্জে ১০ জন,ফরিদগঞ্জে ৪জন,কচুয়ায় ৪জন, ও শাহরাস্তিতে ৪জন।