কলাপাড়ায় আওয়ামীলীগের এমপি হওয়ার দৌড়ে, রমজান ও ঈদকে সামনে রেখে দুইভাইয়ের রাজনীতি এগিয়ে চলছে ॥

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় পবিত্র রমজানুল মোবারক ও ঈদকে
সামনে রেখে জমে উঠেছে দুইভাইয়ের রাজনীতি। এমপি হওয়ার দৌড়ে প্রতিদিন তারা
নিজেদের অনুসারী কর্মী-সমর্থক ও শুভাকাঙ্খীদের নিয়ে এলাকার বিভিন্ন
হাট-বাজার ঘুরে, মসজিদে নামাজ আদায়ের পূর্বে ও পরে এবং ইফতারের সময়
সাধারন মানুষের সাথে করমর্দনসহ কোলাকোলির অন্তরালে নিজেদের রাজনীতির মাঠ
গোছাতে ব্যস্ত সময় পার করছে এ দুই ভাই। প্রতি শুক্রবার জুম্মার নামাজের
পূর্বে মুসুল্লীদের ও জনগনকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। বিশ্বব্যাপী
মুসলিমরা রমজানুল মোবারকে পরকালে জান্নাত পাওয়ার আশায় রোজা, নামাজ, ইমান,
আমল নিয়ে একমাস আল্লাহ ও নবী-রাসুলের আদেশ-নিষেধ পালনে মনোযোগী তেমনি এসব
কিছুকে আমলে নিয়েই এ দুইভাই এমপি হওয়ার দৌড়ে জনসমর্থন ও নিজেদের
রাজনীতির মাঠ গোছাতেও সক্রিয় রয়েছে তারা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দুই ভাইয়ের একজন হলো আলহাজ্ব মো: মাহবুবুর
রহমান, যিনি দুইভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ। যিনি বর্তমানে কলাপাড়া উপজেলা
আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী
থাকাকালীন আত্মীয় স্বজন ও হাইব্রীড নেতা নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান, ঠিকাদারী
ফার্ম ও ইটভাটা করে দলের নেতা কর্মীদের কাছে বিতর্কিত হয়ে দলের মনোনয়ন
হারিয়ে দীর্ঘ সময় এলাকায় অনুপস্থিত ছিলেন যিনি। এরপর দলের সম্মেলনে
কেন্দ্র ও জেলা নেতাদের সেল্টারে দলের সভাপতি হয়ে আবারো এমপি হতে চান
তিনি। তবে এ নিয়ে জ্যেষ্ঠ ভাই মো: মাহবুবুর রহমানের কোন বক্তব্য পাওয়া
যায়নি।

আরেক ভাই হলো অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো:
হাবিবুর রহমান, যিনি দুভাইয়ের মধ্যে কনিষ্ঠ। যিনি অবসর নেয়ার পর
রাজনীতিতে এসেউপজেলা আওয়ামীলীগের সদস্য হয়েছেন। অবসর নেয়ার পর ব্যবসার
ফাঁকে এখন রাজনীতিতে সরব হতে চান। এলাকার তৃনমূলে ঘুরে ঘুরে দলের হয়ে
পবিত্র রমজানুল মোবারকে শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন জনগনকে।
কেন্দ্রের গ্রীন সিগনাল পেয়েই যিনি এলাকায় এসেছেন বলে প্রচার করছেন
মানুষের মাঝে এবং এগিয়ে আছেন এমপি হওয়ার দৌড়ে।

সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: হাবিবুর রহমান সাংবাদিকদের
বলেন, অবসর নেয়ার পর থেকে জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের কল্যানের জন্য
কাজ করতে চাই। জনগনের ভাগ্য ও সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, সেই
সমস্ত আজেবাজে নেতৃত্বের কবল থেকে এলাকার মানুষকে মুক্ত করতে চাই।




error: Content is protected !!