নওগাঁ’র পতিসর কাচাড়ী বাড়ি চত্বরে বিশ্ব কবির ১৬১তম জন্মোৎসব পুরো এলাকা হয়ে উঠেছে উৎসব মুখর

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মে ৭, ২০২২

 

নওগাঁ জেলা প্রতিনিধি : আগামীকাল ২৫শে বৈশাখ ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের
১৬১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রনালয় গৃহিত কর্মসূচীর সাথে সমন্বয় করে
নওগাঁ’র আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাচাড়ীবাড়ি চত্বরে দিনব্যপী কর্মসূচী গ্রহন করা
হয়েছে। গৃহিত কর্মসূচী সমূহ বাস্তবায়নে জেলা প্রশাসন ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি
গ্রহণ করেছে।
নওগাঁ’র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানিয়েছেন রবীন্দ্র স্মৃতি বিজড়িত
নওগাঁ’র পতিসর কাচাড়ী বাড়ি চত্বরে অবস্থিত দেবেন্দ্র মঞ্চে রবিবার সকাল ১০টায় অনুষ্ঠান
মালা শুরু হবে। সকাল ১০টা থেকে স্মারক আলোচনাঅনুষ্ঠান শুরু হবে। রবীন্দ্র জন্মোৎসবের
এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “মানবতার সংকট ও রবীন্দ্রনাথ”।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জেলা প্রমাসক জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনের সংসদ
সদস্য মোঃ শহিদুজ্জামান সরকার, নওগঁ-৪ (মান্দা ) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন
প্রামানিক, নওগাঁ-৫ ( নওগাঁ সদর )আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল (জন),
নওগাঁ-৬( আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন (হেলাল), সংস্কৃতি
মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, নওগাঁ’র পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া
বিপিএম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ আব্দুল মালেক এবং জেলা
পরিষদের প্রশাসক এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু।
এ অনুষ্ঠানে সন্মানীত আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করবেন রবীন্দ্র বিশেষজ্ঞ
রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্বা
বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. পি এম সফিকুল ইসলাম, রাজশাহী
বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. আলী রেজা আব্দুল মজিদ এবং নওগাঁ সরকারী
কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।
আয়োজনের দ্বিতীয় পর্বে বিকেল আড়াইটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে
পর্যায়ক্রমে আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমী, রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমী এবং সব
শেষে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাং¯ৃ‹তিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এদিকে
জেলা প্রশাসকের নির্দেশনায় অনুষ্ঠান প্রস্তুতি মূলক কাজ শনিবার সকালে পতিসর কাচারী
বাড়ি দেবেন্দ্র মঞ্চ পরিদর্শন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা (ভাপপ্রাপ্ত )প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ
মেহেদি হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগ সহ-
সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি
সাংবাদিক কামাল উদ্দিন টগর, মনিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম
ফারুখ বখত,মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ স¤্রাট হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ঠিকাদার
মোঃ গোলজার হোসেন প্রমূখ।




error: Content is protected !!