নোয়াখালী ব্রীজ ভেঙ্গে খালে পড়া সেই খালের উপর নির্মাণ হচ্ছে বেইলি ব্রীজ
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
জনগুরুত্বপূর্ন বিবেচনায় ভেঙ্গে পড়ার মাত্র ৪ দিনের মাথায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এবং শরীফপুর ইউনিয়নের হাসান হাটে সংযোগ সড়কের খালের উপর নির্মাণ করা হচ্ছে বেইলি ব্রীজ। ইতিমধ্যে ভাঙ্গা সেতুর বিকল্প সড়ক হিসেবে বেইলি ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়েছে। সকালে কাজের অগ্রগতি পরির্দশন করেন এলজিইডির নোয়াখালী নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক ও বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামসহ সংশ্লিষ্ঠ কর্তকর্তারা।
এলজিইডির নোয়াখালী নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক জানান, স্থানীয়দের চলাচলের সুবিধার্থে দ্রুত বেইলি ব্রীজটি নির্মাণ করে দেওয়া হচ্ছে। মুল সেতুর কাজও কিভাবে দ্রুত করা যায় সে প্রদক্ষেপ ও নেয়া হচ্ছে। এ জন্য ইতিমধ্যে মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।দ্রুত এই প্রদক্ষেপ নেওয়ায় স্থানীয়রা নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন সহ সংশ্লিষ্ঠদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।