সিরাজদিখানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত
হাবিব হাসান সিরাজদিখান মুন্সীগঞ্জ,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২২ মে) বিকাল ৪ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে কেয়াইন ইউনিয়ন পরিষদ দল বনাম বয়রাগাদী ইউনিয়ন পরিষদ দল অংশগ্রহণ করে।
দুই দলের মধ্যে গোলেশুন্য ড্র হলে টাইব্রেকারে কেয়াইন ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে বয়রাগাদী ইউনিয়ন পরিষদ দল বিজয়ী হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে ফাইনাল খেলার ফুটবল টুর্ণামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাহমিনা আক্তার তুহিন,উপজেলা প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন,
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ভবানীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম,সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক,কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়া,রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আবু সাইদ,রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, কুসুমপুর জাগরনী সংসদের সাধারণ সম্পাদক কবীর হোসেন, কুসুমপুর জাগরনী সংসদের সাবেক সভাপতি জানে আলম চৌধুরি প্রমূখ