ঝিনাইদহের মহেশপুরে শিশু নিলয় ফাউন্ডেশন খালিশপুর শাখার উদ্দ্যোগে উপহার সামগ্রী বিতরণ
মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শিশু নিলয় ফাউন্ডেশন এর খালিশপুর শাখার উদ্দ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় ৩৫ জন সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ই জুন সকালে শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-পরিচালক আলাউদ্দীন আল-আজাদ ও কোটচাঁদপুর শিশু নিলয় ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মোঃ সামাউল হোসেন এর উপস্থিতিত্বে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ দুস্ত ও অসাহায় পরিবারকে খালিশপুর শাখার আওতায় ৩৫ জন সদস্যকে এই উপহার সামগ্রী বিতরন করা হয়।
উক্ত সামগ্রী বিতরন করা কালিন এস বিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, খালিশপুর শিশু নিলয় ফাউন্ডেশন শাখার ম্যানেজার অমল কুমার নায়েক সহ ফাউন্ডেশনের কর্মচারীগন উপস্থিত ছিলেন।